গত বছরে ভারতে বেকারত্বের হার বৃদ্ধি  সবচেয়ে বেশি

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল স্যাম্পেল সার্ভের রিপোর্ট থেকে জানা যায়, গত ৪৫ বছরের মধ্যে দেশে গত ২০১৭-২০১৮ আর্থিক বছরে ভারতের  বেকারত্বের  হার বৃদ্ধি সবচেয়ে বেশী---৬.১ শতাংশ৷ বিশেষ করে ১৫ থেকে ২৯ বছর বয়সীদের  মধ্যে  বেকার সমস্যা  ভয়ঙ্কর৷

আরও জানা যায়, মোদিজীর  ক্ষমতায়  আসার আগে ২০১১-১২ সালে গ্রামীন যুবতীদের  বেকারত্বের হার ছিল ৪.৮ শতাংশ, যুবকদের মধ্যে ৫ শতাংশ৷ ২০১৭-১৮ সালে গ্রামীন যুবতীদের  বেকারত্বের হার  বেড়ে হয়েছে ১৩.৬ শতাংশ  ও যুবকদের বেকারত্বের  হার বেড়ে হয়েছে ১৭.৪ শতাংশ৷ এই সময় শহরের যুবতীদের  বেকারত্বের  হার বেড়েছে  ১৩.১শতাংশ  থেকে ২৭.২শতাংশ  আর যুবকদের ক্ষেত্রে ৮.১ থেকে বেড়ে ১৮.৭ শতাংশ৷

এও জানা যাচ্ছে, শিক্ষিত যুবসম্প্রদায়ের মধ্যে বেকারত্বের হার বেশি বৃদ্ধি পেয়েছে৷ একটা দেশের যথার্থই অর্থনৈতিক  উন্নতি হচ্ছে কি না, তা সবচেয়ে  ভালভাবে বোঝা যাবে সে দেশের মানুষের  বিশেষ করে যুবক-যুবতীদের বেকারত্ব  কী  হারে হ্রাস পাচ্ছে৷

বেকার সমস্যা বৃদ্ধি পাচ্ছে, অথচ যদি  বলা হয় অর্থনৈতিক  উন্নতি হচ্ছে, জি.ডি.পি বাড়ছে-তা হলে  বোঝা যায় ওই উন্নতি মানে ধনীদেরই সম্পদ বৃদ্ধি,  গরীব  বা মধ্যবিত্তের  সম্পদ বৃদ্ধি নয়৷ তাই তা প্রকৃত পক্ষে জনসাধারণের অর্থনৈতিক উন্নতির ছবি নয়, শোষণ বৃদ্ধিরই ছবি৷ প্রকৃতপক্ষে ধনতান্ত্রিক সমাজের এটাই বৈশিষ্ট্য৷