হাবাসের হাত ধরে কলকাতায় পা রাখলেন জনি কাউকো

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

আগামী ১৮ই আগষ্ট এ. এফ.সি  কাপ অভিযান শুরু করবে মোহনবাগান৷ তারপর শুরু হবে আই.এস.এল-এর প্রস্তুতি৷ সেই জন্য ইতিমধ্যেই পাঁচ বিদেশী প্রশিক্ষক বেছে নিয়েছেন স্প্যানিশ প্রশিক্ষক৷

আগষ্টে এএফসি কাপ শুরু হতে চলেছে বলে সেই প্রতিযোগিতায় ভাল ফল করার জন্য গত সোমবার সকালে কলকাতায় এলেন আন্তোনিও লোপেজ হাবাস ও তাঁর সঙ্গে কলকাতায় পা রাখলেন ফিনল্যাণ্ডের হয়ে এবার ইউরো কাপ খেলা জনি কাউকো৷ তাঁদের হাতে দুর্গা মূর্তি তুলে দিয়ে স্বাগত জানায় একাধিক মোহনবাগান সমর্থক৷ সবুজ-মেরুনের জয় ছাড়া আর কিছু ভাবছেন না সেটা স্পষ্ট করে দিলেন কাউকো৷

হাবাস ও কাউকো ছাড়াও এ দিন আশুতোষ মেহতাও চলে এসেছেন৷ হুগো বৌমাসের শহরে আসার কথা মঙ্গলবার৷ সোমবার সকালে সবার নজর ছিল বেলজিয়ামের বিরুদ্ধে খেলা কাউকোর দিকে৷

তিনি নতুন ইনিংস শুরু করার জন্য অপেক্ষারত৷ তিনি বলেন ‘‘এখানে সব কিছুই আমার কাছে নতুন৷ এই নতুনত্ব মানিয়ে নিতে সময় লাগবে না৷ মোহনবাগানের হয়ে ভাল ফল করাই এখন  আমার একমাত্র লক্ষ্য৷

জানা গেছে গত ২৮শে জুলাইয়ের মধ্যে দলের সব ফুটবলার কলকাতায় দলের সঙ্গে  যোগ দেবে৷ তবে রয় কৃষ্ণ আসবেন আগষ্টের প্রথম সপ্তাহে৷ এএফসি কাপের শিবির যুবভারতী ক্রীড়াঙ্গনে করবে  হাবাসের দল৷

তবে এখন দেখার পালা এটা সে মিডফিল্টার কাউকো কীভাবে এটিকে মোহনবাগান দলকে জয়ের পথের দিকে অগ্রসর করতে পারে৷ এটাই জানার জন্য দর্শকবৃন্দ মুখিয়ে অপেক্ষা করছে৷