গত ১৮ই মে’ ১৯ হাওড়া জেলার বিভিন্ন ইয়ূনিটের সাথে শ্যামপুর ব্লকের সুলতানপুরে, উলুবেড়িয়া ব্লকের তুলসীবেড়িয়ায়, উদয়নারায়ণপুর ব্লকের দক্ষিণ চাঁদচক ‘আনন্দমার্গ’ স্কুলে, আমতা ‘আনন্দমার্গ’ স্কুলে, উদংয়ে, ডোমজুড় ব্লকের খটির বাজার আশ্রমে, সালকিয়া, বিরাডিঙ্গি ও পাঁচলা ব্লকের রাণীহাটী আশ্রমে ও জগৎ বল্লভপুর ব্লকের বালিয়ায় জগদ্গুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ৯৯তম জন্ম তিথি উৎসব ধুমধাম সহকারে পালিত হয় ও সর্বত্র নারায়ণ সেবারও আয়োজন করা হয়৷
জগৎবল্লভপুরের বালিয়ায় শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর জন্মতিথি উৎসব উপলক্ষ্যে দরিদ্র জনসাধারণের মধ্যে বস্ত্র বিতরণ ও জলসত্রের আয়োজন করা হয়েছিল৷
ডোমজুড় ব্লকের খটির বাজার আশ্রমে বাবার জন্ম দিবস উপলক্ষ্যে জলসত্রের আয়োজন করা হয়েছিল৷ প্রায় ১৫০০ মত পিপাসার্ত মানুষকে আমপোড়া সরবত খাওয়ানো হয়৷ অনুষ্ঠানটিতে সর্বতোভাবে সহযোগিতা করেন জয়ন্ত শীল, অমিয় পাত্র, অর্ণব কুণ্ডু, গোপা শীল, রামচন্দ্র মান্না ও সুশান্ত শীল৷
হাওড়ার জেলার উলুবেড়িয়া আনন্দমার্গস্কুলে গত ১৯শে মে সন্ধ্যায় একটি তত্ত্বসভার আয়োজন করা হয়৷ এই তত্ত্বসভায় আনন্দমার্গের আদর্শ ও যোগসাধনার ওপর বক্তব্য রাখেন হাওড়া জেলার আনন্দমার্গের ভুক্তিপ্রধান সুব্রত সাহা৷ অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করতে সহযোগিতা করেন রবিন ভৌমিক, জয়ন্ত শীল, অমর চ্যাটার্জী, ভারতী কুণ্ডু ও রামচন্দ্র মান্না৷