গত ১৮ই জুলাই হাওড়ার ভুক্তিপ্রধান শ্রী সুব্রত সাহার রানিহাটী বাসভবনে তিনঘন্টা অখণ্ড ৰাৰা নাম কেবলম্ মহানামমন্ত্র কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ জেলার প্রায় দুই শতাধিক মার্গী ও ভক্তবৃন্দ কীর্ত্তনে যোগ দেন৷ অনুষ্ঠানের শুরুতে প্রভাত সঙ্গীত পরিবেশন করেন---আচার্য সুবোধানন্দ অবধূত, অবধূতিকা আনন্দরূপলীনা আচার্যা ব্রহ্মচারিনী রত্নদীপা আচার্যা প্রমুখ৷ এরপর কীর্ত্তনানুষ্ঠান শুরু হয় কীর্ত্তন পরিচালনায় ছিলেন আচার্য স্বরূপ ব্রহ্মচারী, অবধূতিকা আনন্দ রূপলীনা আচার্যা, গুণাতীতা দত্ত মহাব্রত দেব প্রমুখ৷ কীর্ত্তন ও আনন্দমার্গ দর্শনের ওপর বক্তব্য রাখেন আচার্য অভিব্রতানন্দ অবধূত ও আচার্য পরিতোষানন্দ অবধূত৷
অখণ্ড কীর্ত্তন ঃ গত ২৫শে জুলাই চ্যাটার্জীহাট আনন্দমার্গ স্কুলে মানবমুক্তির মহানাম মন্ত্র ‘ৰাৰা নাম কেবলম্’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন ও প্রভাত সঙ্গীত পরিবেশন করেন অবধূতিকা আনন্দ গতিময়া আচার্যা, আচার্য স্বরূপ ব্রহ্মচারী মহাব্রতদেব, গুণাতীতা দত্ত প্রমুখ৷ কীর্ত্তন মহিমা প্রসঙ্গে বক্তব্য রাখেন শ্রী বকুল রায় ও অবধূতিকা আনন্দগতিময়া আচার্যা৷