রাজ্যে হিন্দী দৌরাত্ম্য বাড়ছে, বাড়ছে অবাঙালী আধিপত্য৷ এক্ষুণি রুখে না দাঁড়ালে বাঙলা আর বাঙালীর রাজ্য থাকবে না৷ কথাগুলি বলেন আমরা বাঙালীর কেন্দ্রীয় কমিটির সদস্য জয়ন্ত দাশ৷
শিক্ষাক্ষেত্রে হিন্দী আগ্রাসনের বিরুদ্ধে গত ১০ই জুন বারাসতের বিভিন্ন জায়গায় পথসভা ও বিক্ষোভ প্রদর্শন করেন আমরা বাঙালীর সদস্যরা৷ বারাসত স্টেশন, চাপাডালি মোড়, কাজিপাড়া, হৃদয়পুর সহ বিভিন্ন স্থানে আমরা বাঙালীর কর্মীরা জমায়েত হয়ে পথসভা করেন ও হিন্দী পত্র-পত্রিকা পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন৷ তাদের দাবী রাজ্যে জোর পূর্বক হিন্দী চাপানোর চক্রান্ত চলছে৷ ‘আমরা বাঙালী’ কোনও ভাষাভাষী মানুষেরই বিরুদ্ধে নয়, কোনও ভাষারও বিরুদ্ধে নয়৷ ‘আমরা বাঙালী’ বিশ্বৈকতাবাদে বিশ্বাসী, কিন্তু বাঙলায় থাকতে গেলে বাঙলার ভাষা-সংস্কৃতিকে আপন করে নিতেই হবে৷ এই বাঙলা থেকে কোনরকম অর্থের বহিঃস্রোতও ঘটানো চলবে না বাঙলাকে কলোনী করে বাঙলার সম্পদ লুটে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকারের মদতে বহিরাগত বাসিন্দারা৷ আমরা বাঙালী রাজ্যে জোরপূর্বক হিন্দী চাপানো ও অর্থের বহিঃস্রোত ঘটানোর বিরুদ্ধে, কোনও জনগোষ্ঠীর বিরুদ্ধে নয়৷ পথসভায় বক্তব্য রাখেন জয়ন্ত দাশ, তপোময় বিশ্বাস, দেবাশীষ বিশ্বাস, বাপী পাল, অরূপ মজুমদার প্রমুখ৷
গত ৮ই জুন শিয়ালদাতেও ‘আমরা বাঙালী’র পক্ষ থেকে অনুরূপভাবে হিন্দী আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করা হয় ও পথসভা অনুষ্ঠিত হয়৷