হিন্দী আগ্রাসনের বিরুদ্ধে হুগলী জেলায় ‘আমরা বাঙালী’র প্রতিবাদ কর্মসূচী

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

৭ই জুন ঃ হুগলী জেলার চন্দননগর ও চুঁচুড়া ষ্টেশন চত্বরে ‘আমরা বাঙালী’র পক্ষ থেকে বাঙালী ও বাংলা ভাষার ওপর হিন্দী আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচী পালিত হয়৷ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে হিন্দী ভাষাকে অহিন্দী ভাষী অঞ্চলে চাপিয়ে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হয়৷ বিভিন্ন বক্তা তাদের বক্তব্যে এর প্রতিবাদে সরব হন ও আপামর বাঙালীকে এই ধরণের প্রতিবাদ কর্মসূচীতে সামিল হতে আহ্বান জানান৷

বক্তব্য রাখেন হুগলী জেলা সচিব জ্যোতিবিকাশ সিন্হা ও বাঙালী ছাত্র যুব সমাদের প্রতিনিধি শ্রী তমোময় বিশ্বাস ও কৌস্তুভ সাহা৷

হুগলী জেলার বিভিন্ন ব্লক থেকে আমরা বাঙালী কর্মিবৃন্দ ও নেতৃবৃন্দ এই বিক্ষোভ কর্মসূচীতে অংশগ্রহণ করেন৷ সর্বশেষে হিন্দী ভাষার প্রতীিক হিসাবে হিন্দী সংবাদপত্রে অগ্ণিসংযোগ করে প্রতিবাদ জানানো হয়৷