ই.বি.এম. মেশিনে প্রার্থীর ছবি থাকবে

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

এবার লোকসভা নির্বাচনে ইবিএম EVM) মেশিনে দলীয় প্রতীক ও পাশে থাকবে প্রার্থীর ছবিও৷ যাঁরা পড়তে জানেন না তাঁরা ছবি দেখে তাঁদের প্রার্থীর বোতাম টিপতে পারবেন৷

এছাড়া আর একটি নতুন ব্যবস্থা হয়েছে বোট গ্রহণ কেন্দ্রে বি.বি. প্যাট V V Pat) রাখা হবে৷ যার ফলে একজন বোটার (Voter) কাকে বোট দিচ্ছেন, বোট ঠিক জায়গায় পড়ছে কি না সেটাও তিনি দেখতে পারবেন৷

[বিঃদ্রঃ বোট Vote]