সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
প্রাণী বিজ্ঞানের সঙ্গে যুক্ত হ’ল মেদিনীপুরের নাম৷ কেশপুর সুকুমার সেন মহাবিদ্যালয়ের জীববিদ্যার অধ্যাপক সুমন প্রতিহার ও ছাত্র চন্দন দন্ডপাট নয়াগ্রাম সন্নিহিত জঙ্গলে গত আগষ্ট মাসে অনুসন্ধান করে একটি নূতন প্রজাতির মাকড়সার খোঁজ পান৷ ইডিয়পস গণের এই মাকড়সাটি দেখতে লাল রঙের৷ দৈর্ঘ্য প্রায় ১৬ মিলিমিটার ৷ আন্তর্জাতিক আরকানলোজি জার্র্নল ‘সারকেট’-এর গত নভেম্বর সংখ্যায় নূতন প্রজাতির মাকড়সার গবেষণা পত্রটি প্রকাশ পায়৷ ২রা নভেম্বর ওয়ার্ল্ড স্পাইডার ক্যাটালগে নূতন প্রজাতির মাকড়সাটি নথিভুক্ত হয়৷ মেদিনীপুরে পাওয়া গেছে বলে এই মাকড়সাটির নাম দেওয়া হয় ‘ইডিয়পস মেদিনী’৷