ইহ জগৎ ছেড়ে গেলেন বুলা মাঝি

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

হাওড়া জেলার আন্দুল মহিয়াড়ি গ্রামের বিশিষ্ট আনন্দমার্গী বুলা মাঝি গত ৩০শে আগষ্ট রাত ১১টা ৪৫মিনিটে আন্দুলের একটি বেসরকারী নার্সিং হোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর৷  তাঁর তিনপুত্র, পুত্রবধূ, এক কন্যা জামাতা ও নাতি নাতনি রয়েছেন৷

বুলা মাঝি হাওড়া জেলার একনিষ্ঠ আনন্দমার্গী পরলোকগত কানাই মাঝির স্ত্রী৷  বিংশ শতাব্দীর শেষ চারদশক আনন্দমার্গের ওপর দিয়ে অনেক ঝড় ঝঞ্ছা বয়ে গেছে৷ হাওড়া জেলার যেসব মার্গী পরিবার ঝড় ঝঞ্ছা উপেক্ষা করে মার্গের আদর্শকে  আঁকড়ে ধরে থেকেছেন আন্দুলের মাঝি পরিবার তার মধ্যে একটি পরিবার৷ কানাই মাঝি ছিলেন সক্রীয় আদর্শবাদী আনন্দমার্গী৷ আনন্দমার্গের বহু সেমিনার ও মার্গের নানা অনুষ্ঠান তাঁর বাড়িতে অনুষ্ঠিত হয়েছে৷ বুলা মাঝি কখনই সংঘের কাজকর্মকে বাড়তি বোঝা বলে মনে করেননি৷ সব দায়িত্ব হাসিমুখে সামলেছেন৷ এক কথায়  আদর্শ আনন্দমার্গী দম্পতি ছিলেন কানাই মাঝি ও বুলা মাঝি৷ বুলা মাঝির মৃত্যুতে  হাওড়া জেলায় আনন্দমার্গের একটি অধ্যায় শেষ হলো৷