ইস্টবেঙ্গল ক্লাবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

ফুটবলারদের বকেয়া না মেটানোর কারণে নতুন মরসুমে ইষ্টবেঙ্গলের ওপর ঘনিয়ে এসেছিল কালো মেঘ৷ বলা হয়েছিল যে আসন্ন জুন ও জানুয়ারি মাসের ফুটবলারদের সই করানোর ক্ষেত্রে যে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা প্রতাহ্যার করে নেয় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন৷ তাই এখন খুশির খবরে ভাসছে লাল-হলুদ শিবির৷

গত মরসুমে চুক্তি অনুযায়ী অর্থ না পেয়ে প্রথমে আগের বিনিয়োগকারী সংস্থাকে নোটিশ পাঠিয়েছিলেন পিন্টু মাহাতো, রক্ষিত দাগার, অভিষেক আম্বেকর ও ইস্টবেঙ্গলের সাত জন ফুটবলার৷ কিন্তু ক্লাবের সঙ্গে আগের বিনিয়োগকারীর চুক্তিবিচ্ছেদের ফলে বকেয়া মেটাতে অস্বীকার করে ক্লাব৷ কিন্তু ক্লাবকেই সমস্ত পাওয়া গণ্ডা মেটাতে হবে তা স্পষ্টত জানিয়েছেন তারা৷ এর পরেই গত ২৪শে ফেব্রুায়ারি ফেডারেশন চিঠি দিয়ে জানায়  অবিলম্বে ফুটবলারদের বকেয়া মেটাতে হবে ৷ নির্দেশ অমান্য করলে নিষেধাজ্ঞা জারির শাস্তি হতে পারে, জানায় ফেডারেশন৷ চিঠি পেয়েই সত্ত্বর অ্যাপিল কমিটির কাছে এসসি ইষ্টবেঙ্গলের তরফে আবেদন জানিয়ে বলা হয়েছিল করোনা অতিমারির মধ্যেই ইস্টবেঙ্গলের সঙ্গে গাঁটছড়া বাঁধা হয়েছে৷ গত মরসুমে ফুটবলার বকেয়া সংক্রান্ত তথ্য ইস্টবেঙ্গলের তরফে তাদের কাছে  আসেনি৷ চূড়ান্ত চুক্তি এখনও হয়নি৷