জানা অজানা

লেখক
শর্মিলা রীত

স্বরবর্ণ ব্যাঞ্জণবর্ণ বর্ণের সাথে পরিচয়৷

মজার ছড়া নানান পাঠে শিক্ষা শুরু হয়৷৷

বাংলা শেখা প্রথম পাঠে

কিশলয়, কথামালা৷

শিশু মন শেখার ঝোঁকে

ছুটতো যে পাঠশালা৷৷

আকাশে চন্দ্র,সূর্য,

তারা আর পৃথিবীটা গোল৷

সবই তো অজানা ছিল

যদি না থাকত ভূগোল৷৷

জড়-জীব পৃথক বড়ই

আছে প্রাণের স্পন্দন৷

অক্সিজেনে আছি বেঁচে

জানান দিল বিজ্ঞান৷৷

অঙ্ক কষা বড়োই কঠিন

যোগ বিয়োগের খেলা৷

একটু থেকে অনেক জানা

শিক্ষার পথে চলা৷৷