জানার কথা

 

e             এক পাউণ্ড খাবার তৈরী করতে গাছের একশো পাউণ্ড বৃষ্টির জল লাগে৷

e             মানুষ নিজের কনুইয়ে কামড় দিতে পারে না৷

e             শামুক পা দিয়ে নিঃশ্বাস নেয়৷

e             মউমাছির চোখ পাঁচটি৷

e             শরীরের পেছন দিক দিয়েও নিঃশ্বাস নিতে পারে কচ্ছপ৷

e             গ্যালিলিও দূরবীন আবিষ্কার করার আগে মানুষ খালি চোখেই পাঁচটি গ্রহ দেখে নিয়েছিল৷

আবিষ্কার---আবিস্কারক

l              ইকমিক কুকার---

               ভারতের ডঃ ইন্দুভূষণ মল্লিক

l              নাইলন-আমেরিকার ওয়ালেস

l              অ্যানালগ কম্পিউটার---

               ইংলণ্ডের ভেনেডার বুশ

l              ক্রেশকোগ্রাফ---

               ভারতের আচার্য জগদীশ চন্দ্র বসু

l              হেলিকপ্ঢার---

               আমেরিকার সিক্রোস্কি

l              প্রেসার কুকার---

               ফ্রান্সের ডেনিস পাপিন ও

               রবার্ট রয়েল

l              বসন্ত রোগের টীকা---

               ইংল্যাণ্ডের এডওয়ার্ড জেনার

l              দেশলাই---

               ইংল্যাণ্ডের জতওয়াকার

l              রেডিয়াম---

               ফ্রান্সের পেরি কুরি ও মাদাম কুরি

বিখ্যাত পর্বতশৃঙ্গ

l              মাউণ্ট কামেট---ভারতে অবস্থিত৷

l              মিনিজা কঙ্কা---চীনে অবস্থিত৷

l              তিরিচমীর---পাকিস্তানে অবস্থিত৷

l              মাউণ্ট কমিউনিজিম---তাজাকেস্তান৷

l              গুর্লা মান্ধাতা---তিববতে অবস্থিত৷

l              পোবেডা পীক---কিরগিজস্তান৷

l              মুজট্যাগ অ্যাটা---চীনে অবস্থিত