জানো কি?

এণ্টার্কটিকা মহাদেশে কেবল দুটো ঋতু৷ শীতকাল ও গ্রীষ্মকাল৷ শীতকালে ২৪ ঘণ্টাই অন্ধকার থাকে৷ গ্রীষ্মকালে ২৪ ঘণ্টাই সূর্যের আলো দেখতে পাওয়া যায়৷

***

একজন মানুষের হাতের আঙুলের ছাপ যেমন আরেকজনের চেয়ে আলাদা, তেমনি, ঠোঁটের ছাপও একজনের থেকে আরেক জনেরটা সম্পূর্ণ আলাদা৷ আরও মজার হচ্ছে একটি জেব্রার গায়ের সাদাকালো ডোরাকাটা দাগও অন্য যে কোন জেব্রার গায়ের দাগের চেয়ে আলাদা৷

টয় (TOY) ভয়

দুধের শিশুর হাতে প্লাস্টিকের খেলনা বিপজ্জনক৷ কারণ এই খেলনায় প্যাথালেট থাকে৷ প্যাথালেট থেকে অ্যাজমা হয়, অ্যালার্জি হয়৷ প্যাথালেট থেকে ফুসফুসের ক্ষতি, পুরুষের সন্তান উৎপাদন ক্ষমতার ক্ষতি, দেহের গড়নেও বিকৃতি আসে৷ প্যাথালেট একটা রাসায়নিক৷ এই রাসায়নিক লাগে প্লাস্টিক নরম করতে৷ তাই নরম প্লাস্টিক খেলনা শিশু মুখে দিলেই ভবিষ্যৎ বিপদ অনিবার্য৷ অনেক উন্নত দেশে প্যাথালেটকে বাগে আনার নিয়মবিধি আছে৷ অনেক দেশ আবার প্যাথালেটকে নিষিদ্ধ করেছে৷ কিন্তু ভারতে এই রাসায়নিকে রাশ টানার কোনো বিধিবিধান নেই৷ ভারতে আমদানি করা চিনে খেলনায় কঠোর, কিন্তু দেশের খেলনা কারখানা নিয়ে চুপ থাকে৷ হালে এসব ধরা পড়েছে সি এস ই–র সমীক্ষায়৷