সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
আগামী ১৮ই মে বৈশাখী পূর্ণিমা তিথিতে আনন্দমার্গের প্রতিষ্ঠাতা শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর ৯৯তম শুভ জন্মতিথি উৎসব পালন করা হবে৷ ১৯২১ সালের বৈশাখী পূর্ণিমার পুণ্য লগ্ণে সকাল ৬-০৭ মিনিট তাঁর শুভ আবির্ভাব লগ্ণ৷
মার্গগুরুদেবের জন্মতিথি পালন উপলক্ষ্যে ১৭ইমে সন্ধ্যা ৬টায় কলকাতায় আনন্দমার্গের কেন্দ্রীয় কার্র্যলয়ে অখণ্ড ‘বাবা নাম কেবলম্’ নাম সংকীর্ত্তন শুরু হবে, চলবে ১৮ই মে সকাল ৬টা পর্যন্ত৷ ‘বাবা’র জন্মক্ষণে যথারীতি জয়ধবনি দিয়ে মিলিত সাধনা শুরু হবে৷ এরপর বিভিন্ন ভাষায় বাবার বাণী পাঠ, বাণীর ওপর আলোচনা, বাবার ওপর আলোচনা, প্রসাদ গ্রহণ, সাংসৃকতিক অনুষ্ঠান প্রভৃতি সারাদিন ধরে নানান্ ধরণের কর্মসূচীর মাধ্যমে এদিন মহাসমারোহে আনন্দপূর্ণিমা উৎসব পালন করা হবে৷