জি-২৪ঘন্টা টিভি চ্যানেলে ভুল সংবাদ সম্প্রচারের জন্যে ‘আমরা বাঙালী’র বিক্ষোভ মিছিল

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

জি-২৪ঘন্টা নিউজ চ্যানেলের ভাইরালে গত ৭ই মার্চ হিন্দি ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রচার করা হয়৷ তারই প্রতিবাদে ‘আমরা বাঙালী’র পক্ষ থেকে উক্ত চ্যানেলের  অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়৷ ভূল সংবাদ পরিবেশনের জন্যে উক্ত চ্যানেল কর্ত্তৃপক্ষের নিকট ক্ষমা চেয়ে সংশোধন করবার জন্যে একটি স্মারকলিপি প্রদান করা হয়৷ উক্ত স্মারকলিপিতে ‘আমরা বাঙালী’র কেন্দ্রীয় প্রচার ও জনসংযোগ সচিব শ্রী উজ্বল ঘোষ বলেন হিন্দি ভারতের হিন্দি ভারতের রাষ্ট্র ভাষা নয়৷ গত ১৩ই জানুয়ারী ২০১০ সালে গুজরাট হাইকোর্টে একটি জনস্বার্থ মামলায় পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে হিন্দি ভারতের রাষ্ট্র ভাষা নয়৷ ভারতের রাষ্ট্র ভাষা বা রাজ ভাষা বলে সংবিধানে উল্লেখ নেই৷

এর প্রতিবাদে বিভিন্ন বক্তাদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় সচিব বকুল চন্দ্র রায়, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, জয়ন্ত দাশ ও বাঙালী মহিলা সমাজের নেত্রী শ্রীমতি সাগরিকা পাল৷ প্রত্যেক বক্তাই তাদের বক্তব্যে ভূল সংবাদ পরিবেশনের জন্যে জি-২৪ঘন্টার কর্ত্তৃপক্ষকে জানানো হয় যে তাদের এই ভুল সংবাদ সম্প্রসারনের জন্য তাঁদেরকে জনগণের কাছে ক্ষমা নিবেদন করতে হবে৷