সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ২১শে শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী পাঞ্চভৌতিক শরীর ত্যাগকে স্মরণ করে এদিন এখানকার আনন্দমার্গীরা মিলিত হয়ে অখণ্ড কীর্ত্তন ও তৎপরে ধর্মচক্র করেন৷ এরপরে এক সদাব্রতের কর্মসূচী রাখেন৷ এই সদাব্রত অনুষ্ঠানে স্থানীয় ১০০টি দরিদ্র্য পরিবারের প্রত্যেককে ৫ কেজি করে খাদ্যদ্রব্যের (চাল-গম-ডাল প্রভৃতি) প্যাকেট দেওয়া হয়৷ এদিন এখানে মার্গগুরুদেবের আদর্শের ওপর সেমিনারেরও আয়োজন করা হয়৷ আচার্য লীলাধীশানন্দ অবধূত আনন্দমার্গের আদর্শের ওপর বক্তব্য রাখেন ৷ প্রতি সপ্তাহেই এখানে দরিদ্রদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়৷