ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার প্রকল্প জল জীবন মিশন৷ রাজ্যে ম্যারাথন নির্বাচনের জন্যে অন্যান্য কাজের সঙ্গে এই প্রকল্পও তিনমাস বন্ধ ছিল৷ সেই সময় ‘জল জীবন’ মিশন প্রকল্পের কাজে রাজ্যের স্থান ছিল ষষ্ঠ৷ নির্বাচনের পর নূতন সরকার গড়ে নব উদ্যোগে প্রকল্পের কাজ শুরু করে মাত্র চার মাসে বাঙলা প্রথম স্থানে উঠে এসেছে৷ জুলাই মাসেও পশ্চিমবঙ্গের স্থান ছিল চতুর্থ৷ কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক সূত্রে এই খবর জানা যায়৷ সম্প্রতি ‘জল জীবন’ মিশনের কাজ খতিয়ে দেখতে সংসদের স্ট্যাণ্ডিং কমিটির কয়েকজন সদস্য রাজ্যে এসেছিলেন৷ দলের প্রধান ডঃ সঞ্জয় জয়সওয়াল রাজ্যের কাজের গতি দেখে প্রশংসা করে যান৷ ঘরে ঘরে জল সংযোগ প্রকল্পে মোদি মডেল গুজরাট ও উত্তর প্রদেশ পশ্চিমবঙ্গ থেকে অনেক পিছেনে৷ গত আগষ্ট পর্যন্ত পশ্চিমবঙ্গে ২৩৮৪৭২ টি বাড়িতে জল সংযোগ দেওয়া হয়েছে, সেখানে গুজরাটে ১২২৪৩৬টি বাড়িতে ও উত্তর প্রদেশে ৮৯৩২১ টি বাড়িতে৷ এছাড়া বিজেপি শাসিত কর্ণাটকে ২২৩৪১৬ অসমে ২০৯০৬২, ওড়িষ্যায় ২০৫৭১৭৷ পরিসংখ্যানে পরিষ্কার নির্বাচনী বিধিনিষেধ কাটিয়ে তৃতীয়বার সরকারে এসে ‘জল জীবন’ মিশনের কাজে পশ্চিমবঙ্গ খুব দ্রুত শীর্ষস্থানে উঠে আসতে পেরেছে৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নির্দেশে পি.এইচ.ই আগামী মার্চ মাসের মধ্যে রাজ্যে এককোটি বাড়িতে জল সংযোগের লক্ষ্যমাত্রা ধার্য করেছে৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়