জলপাইগুড়িতে হাইকোর্টের সার্কিট বেঞ্চ উদ্বোধন নিয়ে সংকীর্ণ রাজনীতি

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৮ই ফেব্রুয়ারী ময়নাগুড়ির  চূড়াভাণ্ডারে এক সভা থেকে রিমোর্টের মাধ্যমে জলপাইগুড়িতে হাইকোর্টের সার্কিট  বেঞ্চের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ রাজ্যসরকার ও হাইকোর্টের পক্ষ  থেকে এই উদ্বোধন মানা হল না৷

তূণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর এই সার্কিট বেঞ্চের উদ্বোধন রাজনৈতিক চমক ছাড়া আর কিছু নয়৷

চার মাস আগে কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য এই জলপাইগুড়িতে  হাইকোর্টের সার্কিট বেঞ্চ উদ্বোধনে বিশেষ উদ্যোগী হয়েছিলেন৷ উদ্বোধনের তারিখও ঠিক হয়ে গিয়েছিল৷ কিন্তু দিল্লির ছাড়পত্র না আসায় তখন হয়নি৷ এখন ছাড়পত্র দিয়েই  হঠাৎ রাজ্য  সরকারের সঙ্গে আলোচনা  না করে প্রধানমন্ত্রী মোদীজী যে সার্কিট বেঞ্চ উদ্বোধন  করলেন, এতে সবাই  বিস্মিত৷ রাজ্যসরকার বা হাইকোর্ট--- কারুর  সঙ্গে আলোচনা  না করে এভাবে  উদ্বোধন মেনে নিতে  পারেন নি৷  মুখ্যমন্ত্রী সাংবাদিক  সম্মেলনে বলেছেন, রাজ্য ৩০০ কোটি  টাকা খরচ  করেছে পরিকাঠামো তৈরীতে৷ জমি ও কর্মী দেবে রাজ্য৷ অথচ  রাজনৈতিক ফায়দা  নিতে মোদি  একাই  এর উদ্বোধন করে দিলেন৷ এটা অবৈধ৷ মার্চ মাসে কলকাতা হাইকোর্টের উদ্যোগে নতুন করে উদ্বোধন করা হবে৷