লেখক
সুকুমার রায়
সেদিন বৈশাখের শুভদিনে
সেজেছিল ধরা আপন মনে
অরুণের উদয় নবীন বেশে
রঞ্জিত সে প্রভা মুক্ত কেশে
আকাশ বাতাস নন্দিত ভোরে
পাখীরা গেয়েছিল মধুর সুরে
পূর্ণচাঁদের আলোক সজ্জায়
অনুপম শোভা ধরণীর গায়
ফুটেছিল ফুল নিবেদিত মনে
প্রীতিমাখা সুগন্ধ ভাসে পবনে
এসেছিলে তুমি সে শুভক্ষণে
সত্য সনাতন সংকল্প সাধনে৷৷
- Log in to post comments