সম্প্রতি অন্ধ্রপ্রদেশের অর্থমন্ত্রী ইয়ানামালা রামকৃষ্ণুডু-এর দাঁতের চিকিৎসায় সরকারী বরাদ্দ হয়েছে তিন লক্ষ টাকা৷ এই খবরে বিরোধীরা অভিযোগ করেন নয় কোটি টাকার সম্পত্তির মালিক! ওই অর্থমন্ত্রী সিঙ্গাপুরে গিয়ে সেখানকার হাসপাতালে দাঁতের রুট ক্যানাল করিয়ে ২ লক্ষ ৮৮ হাজার টাকার বিল জমা দেন৷ মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু জনগণের দেওয়া সরকারী তহবিল থেকে সেই টাকা মঞ্জুর করেছেন৷ চিকিৎসার ওই টাকা মেটানো হচ্ছে এন.টি.আর. বৈদ্যসেবা স্বাস্থ্য প্রকল্পের তহবিল থেকে৷ শুণলে আরও অবাক হবেন যে এই প্রকল্প তৈরী হয়েছে কেবলমাত্র গরীবদের বিনামূল্যে চিকিৎসার জন্যে৷ ইতোপূর্বে অর্থমন্ত্রী রামকৃষ্ণুডু বাজেট অধিবেশনের বত্তৃণতায় বলেই দিয়েছেন যে আর্থিক বছরে রাজ্যে ২৪ হাজার কোটি টাকা ঘাটতি৷ এমতাবস্থায় অর্থমন্ত্রী নির্লজ্জভাবে কী করে সরকারী তহবিলের অর্থে চিকিৎসা করাতে বিদেশে যান৷ দেশের একটা বিরাট অংশ যেখানে দারিদ্র্য সীমার নীচে, সর্বোপরি গরীবদের বিনামূল্যে চিকিৎসার জন্যে নির্দিষ্ট প্রকল্প থেকে নির্লজ্জ মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর চিকিৎসার টাকা কীভাবে বা মঞ্জুর করার নির্দেশ দেন! এরা কি সত্যই জনপ্রতিনিধি না কষাই?
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়