ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনে বাঙালীর বাঁচার দাবীকে সামনে রেখে ‘আমরা বাঙালী’ প্রতিদ্বন্দ্বিতা করছে৷ দ্বিতীয় ও তৃতীয় দফার নির্বাচনে মোট আটটি কেন্দ্রে আমরা বাঙালী প্রার্থী দিয়েছে৷ এই কেন্দ্রগুলি হ’ল ইচাগড় (প্রার্থী ব্যাসদেব মাহাতো), জুগসালাই (প্রার্থী মোহনলাল রজক), খরসোয়াঁ (প্রার্থী জয়মোহন সর্দার), বহরাগড়া (প্রার্থী কৃষ্ণচন্দ্র জানা), জামশেদপুর পূর্ব (প্রার্থী শ্রীমতী দেবযানী বিশ্বাস), চন্দনকেয়ারী (প্রার্থী কিরিটী ভূষণ দাস), বেরমো (প্রার্থী টেকো মাহাতো), গোড্ডা (অনিল কুমার মাহাত)৷ আমরা বাঙালী কেন্দ্রীয় কমিটির সচিব শ্রীবকুল রায় ঝাড়খণ্ডবাসীর কাছে আবেদন জানিয়ে বলেন দীর্ঘ কুড়ি বছর আগে ঝাড়খণ্ড রাজ্য প্রতিষ্ঠিত হলেও ঝাড়খণ্ডের ভূমিপুত্ররা আজও বঞ্চিত৷ সরকারী-বেসরকারী চাকরী, শিল্প কলকারখানা, শিক্ষা প্রতিষ্ঠান সর্বত্রই বহিরাগতরা দখল করে বসে আছে৷ তাই ঝাড়খণ্ডে ভূমিপুত্রদের অধিকার প্রতিষ্ঠা করতে ‘আমরা বাঙালী’ প্রার্থীদের জয়ী করার আবেদন জানান৷
আমরা বাঙালীর অন্যতম দাবী---
বাংলাকে ঝাড়খণ্ডের রাজভাষা করতে হবে
সরকারী বেসরকারী সমস্ত কাজ বাংলা ভাষায় করতে হবে৷
শিক্ষার মাধ্যম বাংলা ভাষায় করতে হবে৷
একশ’ ভাগ স্থানীয় মানুষের কর্মসংস্থান করতে হবে৷ ইত্যাদি৷