কাঞ্চনপুরে নির্যাতীত বাঙালীদের পাশে ‘আমরা বাঙালী’

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আগরতলা, উত্তর ত্রিপুরার কাঞ্চনপুরে উপজাতি আক্রমণে সর্বস্বান্ত হয়ে ঘরবাড়ী ছেড়ে আনন্দবাজার থানার একটি শিবিরে আশ্রয় নিয়েছে ৯৩টি বাঙালী পরিবার৷ সেখানে তারা খুবই বিপন্ন অবস্থায় দিন কাটাচ্ছে৷ খাদ্য নেই, অসুস্থদের চিকিৎসার কোন ব্যবস্থা নেই, ৯৩টি পরিবারের ৩১৭ জন মানুষ এই শিবিরে আশ্রয় নিয়েছেন৷ এরা সবাই হিন্দু বাঙালী৷ ‘আমরা বাঙালী’র পক্ষ থেকে অভিযোগ করা হয় যে বিজেপি নেতারা বাঙলাদেশের হিন্দুদের দুঃখে বিগলিত হয়ে পড়ে৷ আজ তারা বলুক ত্রিপুরার বিজেপি সরকার এই বিপন্ন হিন্দুদের পাশে নেই কেন? যারা এই বিপন্ন পরিবারের গোরু-ছাগল সব লুট করে নিয়ে চলে গেছে সরকার সেই আক্রমণকারীদেরই দিকে কেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে? আমরা বাঙালীর পক্ষ থেকে এই বিপন্ন পরিবারদের খাদ্য, বস্ত্ত্র, ওষুধপত্র ইত্যাদি পৌঁছে দিচ্ছে৷ এই আক্রমণের প্রতিবাদে একটি গণ অবস্থানও করেন৷ সেই গণ অবস্থানে ‘আমরা বাঙালী’র রাজ্য কমিটির নেতৃবৃন্দ বলেন---নিরীহ বাঙালী পরিবারের ওপর  অকারণে এই আক্রমণে দোষীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি না দিলে ‘আমরা বাঙালী’ রাজ্য জুড়ে বিক্ষোভ আন্দোলন শুরু করবে৷