বর্ষা
যবে বৃষ্টি ভেজা গোলাপ
করে গন্ধ বিতরণ,
তার রূপে মুগ্দ পাখী
চেয়ে দুনয়ন৷
সারা দিনের কর্মসূচি
রইল পড়ে বাকি,
বৃষ্টি ভিজে ফিরতে নীড়ে
ভুলে গেছে পাখী৷
শুভ্র কাশ
নীল আকাশে সাদা মেঘের ভেলা,
সবুজ ঘাসে শিশির ভোরে বেলা৷
সকাল বেলায় শিউলি তরু তলে,
কমল হাঁসে দিঘির স্বচ্ছ জলে৷
সূর্যালোকে ধরা সোনার বরণ,
মনটা বুঝি করিল কে হরণ!
শুভ্র কাশের অঙ্গে
হাওয়ায় নাচে তরঙ্গ
এই দৃশ্যের সাক্ষী আছি
আমরা উভয় বঙ্গ৷
শিউলি
শিউলি আমায় আদর করে
ডাকতো ছোটোবেলা
ফুল তুলবার অছিলাতে
যেতাম গাছের তলা৷
দু’হাত দিয়ে কোমল ছোঁয়া
নিত্য কীসের খেলা,
লাজুক শিউলি দিত ধরা
শারদ সকালবেলা৷
শারদীয়া
বর্ষা বিদায়, শরতের শুভ্র আকাশ
শিউলি তরু তলে
হাওয়ায় কাশ দোলে
বাতাসে উৎসবের স্পষ্ট আভাস,
উৎসব মানে হৃদয় মাঝে
ঝঙ্কৃত নুপুর
নীরব মলে কল্পনা ভরা
শান্ত স্নিগ্দ দুপুর৷
- Log in to post comments