কবি নবীনচন্দ্র

লেখক
প্রণবকান্তি দাশগুপ্ত

(জন্ম ঃ ২৭শে মাঘ)

 

বিষাদের স্মৃতি ঘেরা পলাশীর ক্ষেত্র৷

স্মরণে অশ্রুতে আজো ভরে দুই নেত্র৷

বাঙালীর ভাগ্যের সকরুণ ছবি---

পলাশীর যুদ্ধে তুমি এঁকে গেছো কবি৷

মরেনি মোহনলাল--- আজো আছে বেঁচে

ভারতমাতার লাগি প্রাণ দেয় যেচে৷

পৃথিবী নিষ্ঠুর অতি সংগ্রামে মগন,

বলেছিলে তাই তুমি হইবে স্থাপন---

এক জাতি এক ধর্ম--- নীতির শাসন---

সমগ্র মানব প্রজা, রাজা নারায়ণ৷

মাঘের বাতাসে আজ বড় খুশি জাগে,

প্রণমি তোমায় মোরা শ্রদ্ধা-অনুরাগে৷৷