২০২০ নববর্ষের ধর্ম মহাসম্মেলন শেষ হওয়ার পর নির্ধারিত সূচি অনুযায়ী কলিকাতা রিজিয়নে সেমিনার শুরু হয়েছে, গত ২৪,২৫ ও ২৬শে জানুয়ারী কলিকাতা সার্কেলের টাটানগর ভূবনেশ্বর সার্কেলের বোধ ও শিলং সার্কেলের আগরতলায় সেমিনার অনুষ্ঠিত হয়৷ এইসব সেমিনারে স্থানীয় মার্গী ভাইবোনেরা ও আনন্দমার্গ দর্শন সম্পর্কে জানতে আগ্রহী সাধারণ মানুষ উপস্থিত ছিল৷ আনন্দমার্গ দর্শনের আধ্যাত্মিক, সামাজিক অর্থনৈতিক বিষয়ের ওপরই আলোচনা হয়৷ এছাড়া তিনদিনের এই সেমিনারে প্রতিদিন সকাল সন্ধ্যা আধ্যাত্মিক অনুশীলন, প্রভাতসঙ্গীত ও কীর্ত্তনের মাধ্যমে এক মনোরম আধ্যাত্মিক পরিবেশ গড়ে উঠেছিল৷ সেমিনারের আলোচ্য বিষয় ছিল সাধনা ও মধুবিদ্যা, জাগ্রত বিবেক ভক্তি ও কৃপা, অর্থনৈতিক গণতন্ত্র৷ টাটানগর সেমিনার প্রশিক্ষক ছিলেন আচার্য বিকাশানন্দ অবধূত, আচার্য তথাগতানন্দ অবধূত, আগরতলায় ছিলেন আচার্য বিশুদ্ধাত্মানন্দ অবধূত, গত ৩১শে জানুয়ারী ও ১,২ ফেব্রুয়ারী হুগলীর চাঁপাডাঙ্গা ও অসমের হাইলাকান্দিতে সেমিনার অনুষ্ঠিত হয়৷
আনন্দমার্গ প্রচারক সংঘের দিল্লী সেক্টরের শিক্ষাত্রাণ ও জনকল্যাণ সচিব তথাগতনন্দ অবধূত বলেন বিজ্ঞানের লাগামছাড়া অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে প্রগতির পথে চলতে হলে মানুষের বৌদ্ধিক ও আত্মিক বিকাশের একান্ত প্রয়োজন৷ মানুষের মধ্যে জাগাতে হবে আধ্যাত্মিক চেতনা৷ তিনদিনের এই সেমিনারে মানুষের শারীরিক মানসিক ও আত্মিক বিকাশের জন্যে যেমন দর্শন বিষয়ে আলোচনা হচ্ছে সেই সঙ্গে প্রতিদিন সকালসন্ধ্যে প্রভাতসঙ্গীত, কীর্ত্তন ও আধ্যাত্মিক অনুশীলনের আয়োজন থাকছে৷