গত ১,২,ও ৩ ফেব্রুয়ারী আনন্দমার্গের কেন্দ্রীয় আশ্রমে আনন্দমার্গের প্রথম ডায়োসিস স্তরীয় সেমিনার অনুষ্ঠিত হল৷ এই সেমিনারের ‘আনন্দমার্গ এক বিপ্লব’-এর ওপর আলোকপাত করেন আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত৷ ‘যোগ, তন্ত্র ও কেবলাভক্তি’র ওপর আলোচনা করেন আচার্য রবীশানন্দ অবধূত, ‘প্রমা’ ও ‘গ্লোবালাইজেশন’-এর ওপর বিস্তারিত আলোচনা করেন আচার্য তন্ময়ানন্দ অবধূত৷
কলকাতা, ব্যারাকপুর ডায়োসিস (দুই ২৪পরগণা) ও কৃষ্ণনগর ডায়োসিস (নদীয়া ও মুর্শিদাবাদ) থেকে দেড় শতাধিক আনন্দমার্গী উপস্থিত ছিলেন৷ সেমিনারের প্রশিক্ষকগণ আনন্দমার্গের আধ্যাত্মিক দর্শন, আধ্যাত্মিক সাধনা পদ্ধতি, যুগান্তকারী সামাজিক অর্থনৈতিক তত্ত্ব--- ‘প্রাউটের অর্থনৈতিক গণতন্ত্র ও বিশ্বৈকতাবাদ ভিত্তিক মানবসমাজ গড়ার আদর্শের ওপর বিস্তারিত আলোচনা করেন৷ তাঁরা বলেন আনন্দমার্গ একদিকে যেমন আদর্শ নীতিবাদী ধার্মিক মানুষ তৈরীর জন্যে যোগসাধনার ওপর গুরুত্ব দেয়, অপরদিকে বিশ্বৈকতাবাদ ভিত্তিক মানব সমাজ গড়ে তোলার জন্যে বহুমুখী সমাজ সেবার প্রকল্পের ওপর সমভাবে গুরুত্ব দেয়৷