গত ১৫ই অক্টোবর কলকাতার কালিকাপুর এলাকায় বিশিষ্ট আনন্দমার্গী শ্রী বিশ্বজিৎ ভৌমিক ও শ্রীমতী অর্পিতা ভৌমিকের নূতন গৃহে গৃহপ্রবেশ অনুষ্ঠান আনন্দমার্গীয় বিধিতে সুসম্পন্ন হয়৷ প্রাতে আচার্য কাশীশ্বরানন্দ অবধূত , আচার্য পরাবিদ্যানন্দ অবধূত প্রমুখের উপস্থিতিতে গৃহকর্ত্রী, তৎপশ্চাতে পরিবারের অন্যান্যরা ও অভ্যাগতেরা গুরুমন্ত্র-স্মরণ করে’ কীর্ত্তন করতে করতে গৃহে প্রবেশ করেন ও আচার্যকে অনুসরণ করে সবাই বেদমন্ত্র উচ্চারণ করে’ যথাবিধি গৃহপ্রবেশের মন্ত্রপাঠ করেন৷
পরে ৯টা থেকে ৩ঘন্টাব্যাপী অখন্ড ‘বাবা নাম কীর্ত্তন’ অনুষ্ঠিত হয়৷ এই কীর্ত্তনানুষ্ঠানে আনন্দমার্গের বহু অবধূত ও অবধূতিকা অংশগ্রহণ করেন৷
অখণ্ড কীর্ত্তনান্তে মিলিত সাধনার পর আচার্য বিকাশানন্দ অবধূত কীর্ত্তনের ওপর বক্তব্য রাখেন৷ তিনি আশা প্রকাশ করেন, এই গৃহ যেন গৃহবাসীদের কাছে ও প্রতিবেশীদের কাছে মধুময় হয় ও এই এলাকায় মানুষকে আধ্যাত্মিক পথের দিশা দেখাতে পারে৷