কমলা হ্যারিস

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

 ইয়ূনিবার্সিটি অব ক্যালির্ফোনিয়ায় বার্কলেতে বায়ো-টেকনোলজি নিয়ে পড়তে গিয়েছিলেন তামিলনাড়ুর অখ্যাত এক গ্রামের মেয়ে শ্যামলা গোপালন ১৯৫৯ সালে৷ সেখানেই তার সাথে পরিচয় অর্থনীতিতে পি.এইচ.ডি করতে আসা জ্যামাইকান ছাত্র ডোনাল্ড হ্যারিসের৷ আমেরিকায় তখন কালো মানুষের অধিকার রক্ষার লড়াই চরমে৷ একটি স্টুডেন্ট ফোরামে হ্যারিসের বত্তৃণতায় মুগ্দ ভারতীয়  মেয়েটি, তারপর দু’জনের পরিচয়, প্রেম, বিবাহ৷ তাদেরই কন্যা কমলা হ্যারিস ২০২০-তে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত৷

ডোনাল্ড হ্যারিস ও শ্যামলা হ্যারিসের জৈষ্ঠ্য কন্যা কমলা হ্যারিস৷ কালো মানুষের অধিকার রক্ষার লড়াইতে মা-বাবা দুজনেই জড়িয়ে পড়েছিলেন৷ শিশু কমলা বসে বসে দেখত বাবা বক্তৃতা দিচ্ছে মা আন্দোলন করছে, সেই কমলা হ্যারিস আজ  আমেরিকার প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট৷