আনন্দমার্গ প্রচারক সংঘের কোচবিহার ভুুক্তির পক্ষ থেকে আনন্দমার্গে চর্যাচর্যবিধি মতে শারদোৎসব পালিত হয়৷ ষষ্ঠীর দিন শিশুদিবসে পুণ্ডিবাড়ি মাস্টার ইউনিটে প্রভাত সঙ্গীত কীর্ত্তন ও মিলিত সাধনার পর শিশুদের হাতে শিক্ষার উপকরণ ও বিস্কুট চকলেট ইত্যাদি দেওয়া হয়৷
সপ্তমীর দিন সাধারণ দিবস উপলক্ষ্যে কোচবিহার ঘোগারকুঠিতে সাধারণ মানুষের হাতে বস্ত্র বিতরণ করা হয়৷ অষ্টমীর দিন ললিত কলা দিবস উপলক্ষ্যে ঢাংঢিংগুড়ি আনন্দমার্গ স্কুলে অঙ্কন প্রতিযোগিতা হয় ও প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়৷
নবমীর দিন সঙ্গীত দিবসে খাগড়াবাড়ি আনন্দমার্গ আশ্রমে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সঙ্গীত দিবস পালিত হয়৷ দশমীতে বিজয়াৎসব উপলক্ষ্যে কোচবিহার নিউটাউন আশ্রমে তিনঘন্টা অখণ্ড ‘ৰাৰা নাম কেবলম্’ কীর্ত্তন পরিবেশিত হয়৷ কোচবিহার থেকে ডিট এস আচার্য ব্রজনাথানন্দ অবধূত এই সংবাদ দেন৷ ১৪ই অক্টোবর সঙ্গীত দিবসে জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে প্রভাত সঙ্গীত ও তিনঘন্টা অখণ্ড কীর্ত্তন পরিবেশিত হয়৷