১৪ই ডিসেম্বর, কলকাতা : কলকাতাা হাজরা মোড়ে গার্লস্ প্রাউটিষ্ট কলকাতা শাখার ভুক্তিপ্রধান শ্রাবণী ভট্টাচার্য বসাক ও অবধূতিকা আনন্দরেখা আচার্য--- গার্লস্ প্রাউটিষ্ট দিল্লী সেক্টরের সচিব-এর উদ্যোগে ১৪ই ডিসেম্বর শনিবার বিকেল ৪টের সময় বর্তমানে দেশজুড়ে যে সামাজিক-অর্থনৈতিক শিক্ষা-সাংস্কৃতিক অবক্ষয়, দেশজুড়ে নারী নির্যাতন, ধর্ষণ, নারীদের নিরাপত্তাহীনতা যেভাবে সমগ্র দেশ ও সমাজকে অন্ধকারের কানাগলির পথে এগিয়ে নিয়ে যেতে চলেছে, তাতে করে’ বর্তমান ও আগামী প্রজন্ম এক অনিশ্চয়তার ভবিষ্যৎ দেখতে চলেছে৷
পথসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গার্লস্ প্রাউটিষ্টের কেন্দ্রীয় সচিব অবধূতিকা আনন্দ গতিময়া আচার্যা, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গার্লস্ ভলাণ্টিয়ারের কেন্দ্রীয় সচিব অবধূতিকা আনন্দগুণময়া আচার্যা৷
পথসভায় অন্যান্য বক্তারা ছিলেন গার্লস্ প্রাউটিষ্টের সদস্যাবৃন্দ---স্বাগতা ব্যানার্জী, বর্ণালী রায়, শম্পা দাশ, শ্রাবণী ভট্টাচার্য বসাক, গোপা শীল, প্রমুখ৷ বক্তাদের বক্তব্য ছিল সময়োচিত ও অত্যন্ত যুক্তিপূর্ণ৷
পথসভায় উল্লেখ্য ছিল প্রাউটিষ্ট ইয়ূনিবার্সালের সাংস্কৃতিক প্রকোষ্ঠ ‘আনন্দম’-এর শিল্পীবৃন্দের পরিবেশনায় বিশ্ববন্দিত মহান দার্শনিক ও কালজয়ী সঙ্গীতগুরু শ্রীপ্রভাতরঞ্জন সরকার রচিত ও সুরারোপিত প্রভাত সঙ্গীত অবলম্বনে সমবেত সঙ্গীত ---‘আজ এগিয়ে চলো সকল মানুষ ভাই....’, ‘উল্কা অশনি বহিছে বহ্ণি....’, ‘মানুষ মানুষ হারায়ে হুঁশ কোথায় চলেছ তুমি....’, ডাক দিয়ে যাই যাই যাই....’৷
সবাইকে ধন্যবাদ জানিয়ে পথসভার সমাপ্তি ঘোষণা করেন অবধূতিকা আনন্দ রেখা আচার্যা৷