পূর্ব মেদিনীপুরের এগরা মহকুমার ভগবানপুর ও পার্শ্ববর্তী তমলুক মহকুমার চণ্ডীপুরের অধিকাংশ মানুষের আয়ের উৎস পরচুল ব্যবসা৷ এই দুই ব্লকের বেশীরভাগ মানুষই বছরে কয়েকশ’ কোটি টাকার পরচুল ব্যবসার সঙ্গে যুক্ত৷ এই ব্যবসার প্রধান রপ্তানি বাজার চীন৷ প্রতি বছরই চীন থেকে ব্যবসায়ীরা এসে এই দুই ব্লকের বিভিন্ন গ্রামে ঘরভাড়া নিয়ে তিন-চার মাস থাকে৷ তারা সরাসরি কারবারীদের কাছ থেকে পরচুল কেনে৷ এইভাবে পরচুল কেনায় ও মাঝখানে কোন ফড়ে দালাল না থাকায় এই ব্যবসায় গ্রামবাসীরা ভালই উপার্জন করে৷
কিন্তু এ বছর করোনার থাবায় সেই পরচুল ব্যবসা মুখ থুবড়ে পড়তে চলেছে৷ প্রতি বছর এই সময় সাধারণ কর্মীরা পরচুল তৈরী করে দিনে পাঁচ থেকে সাতশ’ টাকা মজুরী পেত৷ চীনা ব্যবসায়ীরা চৈনিক নববর্ষের উৎসবে যোগ দিতে দেশে চলে যায়৷ তারপর করোনায় বিধবস্ত চীন থেকে ব্যবসায়ীরা এখনও ফিরে আসেনি৷ ফলে ব্যবসা বন্ধ, রুজি-রোজগারও বন্ধ৷ ব্যবসায়ীরা আশঙ্কায় ভুগছে কবে অবস্থা স্বাভাবিক হবে কিংবা আদৌ হবে কি না!