কৃষি ব্যবস্থায় আমূল পরিবর্তনের দাবী প্রাউটিষ্টদের

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৩০শে আগষ্ট কলিকাতায় প্রাউটিষ্ট ইয়ূনিবার্র্সলের কেন্দ্রীয় সংঘটন সচিব আচার্য প্রসূনানন্দ অবধূত এক আলোচনাচক্রে বলেন---ভারতবর্ষের মত দেশে আর্থিক বিকাশ নির্ভর করছে কৃষির ওপর৷ পাশাপাশি অন্যান্ন শিল্পে জড়িত শ্রমিকদের শ্রমদানের গুরুত্ব সমান৷ কিন্তু স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোন শাসক দলই কর্ষক ও শ্রমিকদের সার্বিক বিকাশের দিকে নজর দেয়নি৷ ধনতান্ত্রিক অর্থনৈতিক রাষ্ট্র কাঠামোয় পুঁজিপতিদের স্বার্থের দিকে তাকিয়েই আইন প্রণোয়ন থেকে অর্থনৈতিক পরিকল্পনা নিতে বাধ্য হয় শাসক দল৷ দেশের গণতান্ত্রিক রীতিনীতিকে অগ্রাহ্য করে কৃষিবিল সংসদে পাশ করিয়ে আইনে পরিণত করা হয়েছে পুঁজিপতিদের স্বার্থরক্ষার কথা ভেবেই৷ এই আইনের বিরুদ্ধে এক বছরের বেশী সময় ধরে দেশের এক অংশের কর্ষকরা আন্দোলন করে যাচ্ছে, শতাধিক কর্ষক মারাও গেছে, তবু শাসকের কোন হেলদোল নেই৷

আচার্য প্রসূনানন্দ অবধূত বলেন--- আন্দোলনরত কর্ষকদের প্রতি আমাদের সহানুভূতি আছে৷ তবে শুধু কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন করলেই হবে না, কর্ষকদের শোষণ থেকে মুক্তি দিতে ও দেশের সার্বিক আর্থিক বিকাশ ঘটাতে হলে কৃষি পরিকাঠামোয় আমূল পরিবর্তন আনতে হবে৷ এক কথায় কৃষি পরিকাঠামোকে ঢেলে সাজাতে হবে প্রগতিশীল উপযোগ তত্ত্বের (প্রাউট) দৃষ্টিকোণ থেকে৷ বিদেশী শাসক ব্রিটিশ সরকার কর্ষকদের উন্নতির প্রতি উদাসীন ছিল৷ পরিতাপের বিষয় স্বাধীনতার ৭৪ বছর  পরেও কোন শাসকই কৃষি পরিকাঠামো ও কর্ষকদের  উন্নতির দিকে দৃষ্টি দেয়নি৷ অথচ কৃষি ব্যবস্থার উন্নতির যথেষ্ট সম্ভাবনা রয়েছে৷ সেই সম্ভাবনার যথার্থ সদ্বব্যবহার হয়নি বলেই আজও কর্ষকদের এত অভাব৷

আচার্য প্রসূনানন্দ আরও বলেন সুসংবদ্ধ কৃষি পরিকল্পনা গড়তে প্রাউটের সুনির্দিষ্ট নীতি ও সুস্পষ্ট লক্ষ্য আছে৷ যার মূল কথা কৃষিকে উৎপাদনমুখী করে আর্থিক স্বনির্ভরতা অর্জন করা৷ কয়েকটি পর্যায় ধাপে ধাপে কৃষিকে সমবায় ব্যবস্থার  দ্বারা পরিচালনা করতে হবে৷ তবে সমবায় সম্পর্কে অনেকের মনে অনেক প্রশ্ণ আছে৷ কারণ অনেক দেশেই সমবায় সফল হয়নি৷ তবে এটা সমবায়ের দোষ নয়৷ প্রাউটের মতে সমবায়ের সফলতা নির্ভর করে তিনটি তত্ত্বের ওপর--- নীতিবাদ, কড়া তত্ত্বাবধান ও জনগণের হৃদয় দিয়ে সমবায়কে গ্রহণ করা৷ যে সব দেশে সমবায় ব্যার্থ হয়েছে সেখানে তিনতত্ত্বের যথার্থ প্রয়োগ হয়নি বলেই ব্যর্থ হয়েছে৷ প্রাউটিষ্টরা দাবী করছে বর্তমান আর্থিক ব্যবস্থার  ও কৃষি পরিকাঠামোর খোলনলচে পাল্টে গণউন্নয়নমুখী পরিকল্পনা গড়ে তুলতে হবে৷

আচার্য প্রসূনানন্দ অবধূত কর্ষক আন্দোলনের  নেতাদের  ও দেশের শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মানুষদের আহ্বান জানিয়ে বলেন--- এগিয়ে আসুন---প্রাউটকে জানুন ও একটি সুদৃঢ় কৃষি ও শিল্প পরিকাঠামো গড়ে দেশের আর্থিক ভিতকে মজবুত করে গড়ে তুলি