কৃষি সচেতন শিবির

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত  ৮ই জুলাই আনন্দনগরে কেন্দ্রীয় ফার্ম হাউসে আনন্দনগর সংলগ্ণ বিভিন্ন গ্রামের  কর্ষকদের নিয়ে একটি কৃষি সচেতন ও শিক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল আনন্দনগর সেন্ট্রাল ফার্ম হাউসে৷ স্থানীয় জয়পুর ব্লকের এগ্রিকালচারাল অফিসার শ্রী আশীষ ঘোষ অধিক ফলনের  উপায় কি ও সরকারের কি কি সাহায্য পাওয়া যাবে সেই বিষয়ে বিস্তারিত বলেন৷

শিবির শেষে ৮০জন কর্ষকের হাতে উচ্চ ফলনশীল সংশোধিত ভুট্টার বীজ তুলে দেওয়া হয়৷