কৃষ্ণনগর স্যাঁকড়াপারা আনন্দমার্গ স্কুলের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

কৃষ্ণনগর, ৮ ফেব্রুয়ারী ঃ বিদ্যালয়ের অধ্যক্ষা ব্রহ্মচারিণী সমর্পিতা আচার্যার উদ্যোগে ও বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দ, অভিভাবক ও স্থানীয় আনন্দমার্গের সদস্য-সদস্যাবৃন্দের অকুণ্ঠ সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গণে ৮-২-২০১৯ সকাল ১১টায় ৭০ জন ছাত্রছাত্রাকে ৮টি দলে ভাগ করে মোট ১৭টি ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষিকা ও স্থানীয় আনন্দমার্গের সদস্য৷ পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন আনন্দমার্গের কেন্দ্রীয় প্রতিনিধি ‘উইমেস্ ওয়েলফেয়ার বিভাগের সেক্রেটারী অবধূতিকা আনন্দবীতরাগা আচার্যা৷ প্রধান অতিথি প্রাক্তন কমিশনার, কৃষ্ণনগর পৌরসভা, শ্রী অসিত কুমার সাহা, আনন্দমার্গের শিক্ষা বিষয়ের ওপরে মূল্যবান বক্তব্য রাখেন৷ তিনি বলেন আজকের এই অবক্ষয়িত সমাজে আনন্দমার্গ নতুন পথ দেখাবে৷ উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ডের কমিশনার শ্রী নিতুরঞ্জন বিশ্বাস, আনন্দমার্গের সদস্য গোরাচাঁদ দত্ত, আনন্দ মণ্ডল, সনৎ মৃধা, মনোরঞ্জন বিশ্বাস, নিত্যানন্দ পাল, গোবিন্দ বিশ্বাস প্রমুখ৷ এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট নাগরিক শ্রীসমর মণ্ডল৷ অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে উল্লিখিত বিশিষ্ট ব্যষ্টিবর্গ পুরস্কার তুলে দেন৷ বিদ্যালয়ের অধ্যক্ষা ব্রহ্মচারিণী সমর্পিতা আচার্যা সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে