২৪শে নভেম্বর ঃ নদীয়া জেলায় কৃষ্ণনগরের চাষাপাড়ায় গত ২৪শে নভেম্বর রবিবার কৃষ্ণনগরের বিশিষ্ট আনন্দমার্গী প্রয়াত সোমনাথ নায়েকের স্ত্রী মল্লিকা নায়েক ও তাঁর ভগ্ণী শ্রীমতী হাসি বিশ্বাসের উদ্যোগে কৃষ্ণনগর চাষাপাড়া অঞ্চলে তাঁর বাসগৃহে গত ২৪শে নভেম্বর এক বর্ণাঢ্য ও ভাবগম্ভীর পরিবেশে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত আনন্দমার্গের সদস্য-সদস্যা সহ শতাধিক আমন্ত্রিত অতিথিবৃন্দের উপস্থিতিতে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত তিন ঘণ্টা ব্যাপী মানবমুক্তির মহামন্ত্র ‘বাবা নাম কেবলম্’ অখণ্ড সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ প্রভাত সঙ্গীত ও কীর্ত্তন পরিচালনা করেন রেখা মণ্ডল, আনন্দ বিভুকণা আচার্যা, ডাঃ বৃন্দাবন বিশ্বাস, ব্রহ্মচারিণী অনন্যা আচার্যা, অবধূতিকা চিরমধুরা আচার্যা, অনুপ্রিয়া দেব প্রমুখ৷
কীর্ত্তনের মধুমুর্চ্ছনায় দূরদূরান্তে ভেসে চলে তমসাচ্ছন্ন মানুষের জীবনের সমস্ত আঁধার, সমস্ত কল্মষ দূর করে এক আলোর ঝর্ণাধারায় পৌঁছে দেয় এই কীর্ত্তন৷ উপস্থিত ভক্তবৃন্দ ভক্তিভাবে বিভোর হয়ে কীর্ত্তন করতে থাকেন৷ সে এক স্বর্গীয় পরিবেশ৷
কীর্ত্তন শেষে মিলিত সাধনা, গুরুপূজা, স্বাধ্যায় হয়৷ কীর্ত্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনন্দমার্গ প্রচারক সংঘের কেন্দ্রীয় কমিটির প্রবীণ সন্ন্যাসী আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত৷ তিনি তাঁর বক্তব্যে আনন্দমার্গের উদ্দেশ্য ও ভক্তিবাদের ওপর সুন্দর বক্তব্য রাখেন৷ উপস্থিত ছিলেন বার্লিন সেক্টরের সেক্টোরিয়াল সেক্রেটারী আচার্য প্রবুদ্ধানন্দ অবধূত্রত৷ তিনি তাঁর বক্তব্যে দেশে দেশে কীভাবে আনন্দমার্গ সাধারণ মানুষ থেকে বুদ্ধিজীবী মহলেও কীভাবে জনপ্রিয় হয়ে প্রসার লাভ করছে সে বিষয়ে সুন্দর বক্তব্য রেখেছেন৷ অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে নারায়ণ সেবায় আপ্যায়িত করেন মল্লিকা নায়েক ও হাসি বিশ্বাস৷