সংবাদদাতা
পি.এন.এ.
সময়
।১২ই মার্চ থেকে শুরু হ’ল উচ্চমাধ্যমিক পরীক্ষা৷ এবার পরীক্ষার্থীর সংখ্যা ১৯ লক্ষ৷ টোকাটুকি, প্রশ্ণপত্র বেরিয়ে আসা ঠেকাতে সংসদের নির্দেশে কঠোর ব্যবস্থা নিচ্ছে পরীক্ষা কেন্দ্রগুলি৷ মাধ্যমিকের সময় ইণ্টারনেট বন্ধ রেখেও প্রশ্ণ বাইরে আসা আটকানো যায়নি৷ তাই এবার আরও সতর্ক হচ্ছে পরীক্ষা কেন্দ্রগুলি৷ সংসদ থেকেও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে৷ টোকামুকি রুখতে না পারলে সুকলের অনুমোদনও বাতিল হতে পারে৷