কুর্মিডি গ্রামে অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

নিজস্ব সংবাদদাতা ঃ গত ২রা ও ৩রা নভেম্বর আনন্দনগরে কুর্মীডি গ্রামে ২৪ ঘণ্টা ব্যাপী অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ ‘বাবনাম কেবলম্’ এই অষ্টাক্ষরী মহানাম মন্ত্রে আনন্দনগর সংলগ্ণ মার্গী ভাই-বোনেরা ও স্থানীয় মানুষ উচ্ছ্বসিত হয়ে ওঠে৷ পরমপুরুষকে কাছে পাওয়ার সবথেকে সহজতম উপায় হচ্ছে কীর্ত্তন৷ কুর্মীডি গ্রামে উপস্থিত ভক্তমণ্ডলী সেটা অনুভব করলেন ২৪ ঘণ্টা কীর্ত্তনে৷

কীর্ত্তন শেষে তত্ত্বসভা ও  নারায়ণ সেবার আয়োজন করা হয়৷ 

কীর্ত্তন ও তত্ত্বসভার পরে শ্রী মনোরঞ্জন মাহাত ও শ্রীমতী নিকি মাহাত-র নবজাতক শিশুকন্যার নামকরণ ও অন্নপ্রাশন অনুষ্ঠান আনন্দমার্গের চর্যাচর্য বিধিমতে অনুষ্ঠিত হয়৷ শিশুকন্যার নাম রাখা হয় ‘দেবশ্রী’৷