খোঁজ

লেখক
রবীন্দ্রনাথ সেন

ওহে  বাঙলার  কবি

কোন গীতলেখো তুমি

আঁকো  কোন ছবি?

কোন কল্পলোকে  চোখের  পলকে

বাঁধো কাব্য  কথা

কোন্ হতাশার  কোন তমশার

শোণো মর্মকথা ?

 

কত  শরৎ-বসন্ত

কত কলরব  করি জীবন্ত

কত যে কবিতা  পড় সভাতলে

উথলি উঠে  হিয়া চোখের  জলে৷

দেখ  কবি  দেখো  আঁকিগুলি৷

অসহায় বাঙালীর নত মুখগুলি

বঞ্চিত  লাঞ্ছিত  পদানত পুষ্পকলি৷

হৃদয় লোকে  ঝলকে  ঝলকে

 ওঠে  ভাবরাশি

খাতায় পাতায়  সভায়  সভায়

ব্যঙ্গরসে  দাও প্রকাশি,

ওহে  কবি, আর  কিছু ভাব কি?

বাঙলার  মাটি  ভাগ  হয়ে গেল

তার খোঁজ  রাখ কি?