লাদাখ সীমান্তে চীন ভারত সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা নিহত হয়েছে ৷ লাদাখের গালওয়ান উপতক্যায় দুই দেশের সেনার মধ্যে মুখোমুখি সংঘর্ষ বাধে ৷ প্রাথমিক খবরে জানা যায় কর্ণেল বি. সন্তোষবাবু সহ তিনজন মারা যান, পরে রাতের দিকে সেনাসূত্রে জানা যায় আরও ১৭ জন মারা গেছে ৷ এই সংঘর্ষে চীনেরও বেশ কিছু সেনা হতাহত হয় ৷
সীমান্তে চীনের আগ্রাসন নীতির কারণেই এই সংঘর্ষ৷ চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা মানতে চাইছে না ৷
নরেন্দ্রমোদী প্রধানমন্ত্রী হয়ে চীনের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চেয়েছিলেন ৷ ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে চীনা প্রেসিডেন্ট শি.চিনফিংয়ের সঙ্গে সবরমতীর কাছে মোদীর দোলনায় দোলারছবি সবার মনে আছে ৷ এরপর ২০১৮ সালে মোদী চীনে যান ৷ সেখানেও মোদি শি. চিনফিংয়ের ঘনিষ্ঠতার ছবি দেখা যায় উহানের লেকের ধারে এক মনোরম আড্ডায় ৷ সেই বন্ধুত্বের জবাব দিল চীন ৷
চীনের এই মনোভাব নূতন নয়৷ পার্শ্ববর্তী রাষ্ট্রের সীমানা পেরিয়ে দখলদারী চীনা সেনাদের স্বভাব ৷ চীনা সেনার এই দখলদারী স্বভাবের জন্যেই বেশ কিছুদিন ধরে লাদাখ সীমান্তে উত্তেজনা চলছে ৷