সংবাদদাতা
পি.এন.এ.
সময়
চীনা সেনার হামলায় ২০ জন ভারতীয় সেনা নিহত হয়েছে ৷ এদের মধ্যে দু-জন পশ্চিমবঙ্গের ৷ একজন বীরভূম জেলার মহম্মদ বাজারের রাজেশ ওরাঁও৷ বছর পাঁচেক আগে তিনি বাহিনীতে যোগ দেন ৷ এবার গ্রামে ফিরে তাঁর বিয়ে করার কথা ছিল ৷ বাড়ীতে সেই প্রস্তুতিও চলছিল ৷ কিন্তু সেই গৃহ এখন শোকে স্তব্ধ ৷
আলিপুরদুয়ার বিন্দিপাড়ার বাসিন্দা বিপুল রায়ের সেনাবাহিনীর চাকরীতে আর একবছর পরে অবসর নেবার কথা ৷ কিন্তু এক বছর আর অপেক্ষা করতে হল না ৷ চীনা সেনাদের হামলায় জীবন থেকেই অবসর নিলেন বিপুল রায় ৷ বাড়ীতে বাবা-মা, স্ত্রী ও পাঁচবছরের এক কন্যাকে রেখে গেলেন ৷ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, শহীদ পরিবারকে ৫লক্ষ টাকা অর্থ ও পরিবারের একজন করে চাকরীর আশ্বাস দিয়েছেন ৷