লেখক
শিবাশীষ সেনগুপ্ত
মাগো জন্ম নেবো নানান সাজে
থাকবো তবু তোমার প্রাণের মাঝে
ফুল হয়ে থাকবো চাঁপা গাছে
তবুও তো থাকবো তোমার কাছে৷
তুমি যখন ডাকবে খোকন খোকন বলে
চুপটি করে থাকবো পাতার তালে
তুমি যখন শুয়ে
শীতল ছায়া দেবে তোমার আমার গায়ে
তুমি যখন যাবে ঠাকুর ঘরে
পড়বো আমি তোমার পায়ে ঝরে
ঘুম থেকে যেই উঠবে তুমি
দেখবে রঙ্গীন হয়ে ফুটছি আমি৷
- Log in to post comments