মার্গগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ৯৯তম শুভজন্মতিথি উৎসব

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

কলিকাতা ঃ আগামী ১৮ই মে (শনিবার) বৈশাখী পূর্ণিমার দিনে জগদ্গুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ৯৯ তম শুভ জন্মতিথি উৎসব পালিত হবে৷ সারা বিশ্বের আনন্দমার্গীরা এই দিনটিকে মহা–সমারোহে ‘আনন্দপূর্ণিমা’ দিবস রূপে পালন করবেন৷ এখানে উল্লেখ্য, ১৯২১ সালের বৈশাখী পূর্ণিমাতে শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ধরাধামে আবির্ভূত হয়েছিলেন৷

আনন্দমার্গের প্রতিটি ইয়ূনিটে, প্রতিটি আশ্রমে কীর্ত্তন, সাধনা, বাণীপাঠ, স্বাধ্যায়, মার্গগুরুর ওপর আলোচনা, মিছিল, মিটিং, নারায়ণ সেবা প্রভৃতির মাধ্যমে এই দিনটিকে পালন করা হবে৷ কলকাতায় আনন্দমার্গের কেন্দ্রীয় আশ্রমে (ভি.আই.পি নগর) ১৭ই মে সন্ধ্যা থেকে এই উপলক্ষ্যে অখন্ড কীর্ত্তন শুরু হবে, শেষ হবে ১৮ই মে সকাল ৬টায়৷ তারপর ৬–০৭ মিনিটে মার্গগুরুর শুভ জন্মক্ষণটিতে জয়ধ্বনি, শঙ্খধ্বনি প্রভৃতি মঙ্গলধ্বনি দিয়ে সকলে মিলিত সাধনা করবেন, বর্ণার্ঘ্য দান করবেন৷ এর পর বিভিন্ন ভাষায় মার্গগুরুদেবের বাণীপাঠ করা হবে৷ প্রথম পর্বের এই অনুষ্ঠানের পর প্রসাদ বিতরণ, নগর কীর্ত্তন, হাসপাতালে ফলবিতরণ প্রভৃতি অনুষ্ঠান রয়েছে৷ এইভাবে সারা দিন ধরেই বিভিন্ন অনুষ্ঠান রয়েছে৷