মার্গগুরুর পদার্পণ দিবস

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

হাওড়ার  উলুবেড়িয়াতে ১৬ই জানুয়ারী ১৯৭১ সালে জগৎগুরু শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর শুভ পদার্পণ দিবস উপলক্ষ্যে সাধন, ভজন,কীর্ত্তন নারায়ণ সেবার আয়োজন করা হয়েছিল৷ কম্বল বিতরন, দীক্ষাগ্রহণ ও হয়েছিল৷ পৌরহিত্য করেন হুগলী ডায়োসিস সচিব আচার্য সুবিকানন্দ অবধূত৷ অনুষ্ঠান  পরিচালনা করেন আচার্য প্রমথেশানন্দ অবধূত৷ অনুষ্ঠানে  সঙ্গীত পরিচালনা করেন  ডি.এস.এল দিদি আনন্দ রূপলীলা আচার্যা ও বকুল রায় উক্তদিনের তাৎপর্য্য ব্যাখ্যা করেন৷

ওই দিন বাঙালী বাহিনীর বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে একটি মিছিল উলুবেড়িয়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে  বি.টি কলেজে উপস্থিত হয়ে বাঙালী বাহিনীর প্রতিষ্ঠাতা শ্রী প্রভাতরঞ্জন সরকারকে গার্ড অফ ওনার দেওয়া হয়৷