মার্গীয় মতে শ্রাদ্ধানুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

বীরভূম জেলার লাভপুর শহরের প্রবীণ মার্গী প্রাণগোপাল চৌধুরী গত ১৭ই অক্টোবর ২০১৮ পরলোক গমন করেন৷ তার মৃত্যুতে বীরভূম জেলার মার্গীভাই ও বোনেরা খুবই শোকাহত ও মর্র্মহত, মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৪ বছর৷ তিনি একজন নিষ্ঠাবান ভক্ত ও নির্ভীক সাহসী প্রকৃতির মানুষ ছিলেন৷ ১৯৬৬ সালে মার্গের আদর্শে দীক্ষিত হন৷ তাঁর পুত্র , দুই কন্যা ও পত্নী আছেন৷

গত ২৬ শে অক্টোবর ২০১৮ লাভপুর শহরে তাঁর নিজস্ব বাসভবনে তাঁর শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়৷ প্রথমে সকাল ৯-৩০ মিনিটে থেকে প্রভাত সঙ্গীত , কীর্ত্তন ও মিলিত ঈশ্বর প্রণিধান করার পর স্বাধ্যায় করা হয়৷ স্বাধ্যায় করেন আচার্য্য সৌম্যসুন্দরানন্দ অবধূত৷ শ্রাদ্ধানুষ্ঠানে পৌরোহিত্য করেন আমড়াপালন মাষ্টার ইউনিটের রেকটর আচার্য্য মিতাক্ষরানন্দ অবধূত৷ তাঁর স্মৃতি চারণায় ছিলেন লাভপুরের প্রবীণ ভক্ত মার্গী শ্রী মহাদেব সেন, বিশিষ্ট শিল্পী অনন্ত মালাকার ও প্রবীণ মার্গী শ্রী সনৎ দত্ত মহাশয়৷ সর্বশেষে তার একমাত্র পুত্র সুদীপ চউধুরী তাঁর পিতার স্মৃতিচারণা করেন৷

l বীরভূম জেলার মল্লারপুর শহরের সন্নিকটে গোয়ালা গ্রামের স্বর্গীয় তারপদ মন্ডলের বাড়িতে আগামী ১১ই নবেম্বর ২০১৮ রবিবার তিনঘন্টার অখণ্ড কীর্ত্তনের আয়োজন করা হয়েছে৷ উক্ত কীর্ত্তনে বীরভূম জেলার সমস্ত মার্গীভাই ও বোনদের আমন্ত্রণ জানানো হচ্ছে৷

l বর্ধমান ঃ বর্ধমান জেলার কাটোয়া শহরের বিবেকানন্দ পল্লীর শ্রী কিরিটি ভূষণ ঘোষ ও জ্যোৎস্নাময়ী ঘোষ (ডলিদি) এর নিজস্ব বাসভবনে ‘শুভ অন্নপ্রাশন ও নামকরণ উপলক্ষ্যে তিনঘন্টার অখন্ড কীর্ত্তন অনুষ্ঠানের আয়োজন করা হইয়াছে৷ সময় সকাল ৮টা ৩০ মিনিট -১১টা ৩০ মিনিট পর্যন্ত৷