মার্গীয়বিধিতে বৈপ্লবিক বিবাহ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৮শে জুলাই অসম রাজ্যের নগাও জেলার আমবাগান নিবাসী শান্তি দত্ত ও শ্রীমতি শিলা দত্তের পুত্র চন্দন দত্তের সহিত কার্বিয়ালং জেলার ভিকু নিবাসী পদ্ম রায় ও দীপিকা রায়ের কন্যা সুপ্রিয়ার শুভ বিবাহ অনুষ্ঠিত  হয় আনন্দমার্গে চর্যাচর্য বিধি মতে৷

অনুষ্ঠানের শুরুতে মার্গগুরুদেবের প্রতিকৃতিতে মাল্যদান করেন লামডিং ডায়োসিস সচিব  আচার্য শুভ্রজ্যোতিসানন্দ অবধূত৷  ভুক্তি প্রধান কৃষ্ণ দাস, আচার্য সর্বজ্ঞানানন্দ অবধূত আচার্য নন্দন ব্রহ্মচারী আচার্য কুমুদ ব্রহ্মচারী প্রমুখ মার্গগুরুদেবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন৷ প্রভাত সঙ্গীত, ৰাৰা নাম কেবলম্‌ কীর্ত্তন ও মিলিত ঈশ্বরপ্রণিধানের পর আচার্য সত্যস্বরূপানন্দ অবধূত আনন্দমার্গের সমাজশাস্ত্র বিষয়ের  ওপর বক্তব্য রাখেন৷ এরপর শুরু হয় বিবাহ অনুষ্ঠান৷ পাত্রপক্ষে পৌরহিত্য করেন--- আচার্য নিতপ্রজ্ঞানন্দ অবধূত, পাত্রীপক্ষে পৌরহিত্য করেন অবধূতিকা আনন্দ সংশুদ্ধা আচার্যা