মার্গীয়বিধিতে শ্রাদ্ধানুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

বিশিষ্ট সমাজসেবী শিক্ষাবিদ ও একনিষ্ঠ আদর্শপরায়ণ আনন্দমার্গী অমিতাভ সেনগুপ্ত গত ১৮ই জুলাই পরলোক গমন করেন৷ গত ২৫শে জুলাই তাঁর বাঁকুড়ার বাসভবনে ‘আনন্দমার্গে চর্যাচর্য’ বিধি অনুসারে শ্রাদ্ধানুষ্ঠানের  আয়োজন করা হয়েছিল৷ এই উপলক্ষ্যে  ওইদিন তাঁর বাসভবনে বহুগুণীজনের সমাগম ঘটেছিল৷

অমিতাভ সেনগুপ্ত বাঁকুড়া জেলার পাঁচমুড়া কলেজের সংস্কৃতের অধ্যাপক ছিলেন৷ ওইদিন  অমিতাভ সেনগুপ্তকে  শ্রদ্ধা জানাতে বাঁকুড়া শহর ও জেলার বিভিন্ন প্রান্তের গুনমুগ্দ প্রাক্তন ছাত্র-ছাত্রা সহকর্মী উপস্থিত হয়েছিলেন প্রতাপ বাগানের  বাসভবনে৷ এছাড়া বহু আনন্দমার্গী ও মার্গের সন্ন্যাসী দাদা দিদিরা  উপস্থিত ছিলেন প্রভাত সঙ্গীত ও ৰাৰা নাম কেবলম্‌’ কীর্ত্তনের পর মূল অনুষ্ঠান শুরু হয়৷ অনুষ্ঠান  পরিচালনা করেন আচার্য প্রসূনানন্দ অবধূত৷ অনুষ্ঠানে শেষে গুণমুগ্দ ছাত্র-ছাত্রা ও সহকর্মীদের স্মৃতিচারণায় উঠে আসে অমিতাভ সেনগুপ্তের  শিক্ষক জীবনের ও কর্মজীবনের  বহু গৌরবগাথা৷ বাঁকুড়া শহরের ‘ভোরের আলো’ সংস্থার  পক্ষ থেকে এক স্মারকপত্র দিয়ে অমিতাভ সেনগুপ্তকে শ্রদ্ধা জানান হয়৷