মদ্য বিরোধী আন্দোলন 

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

ন্দকুমার (পূর্ব মেদিনীপুর) ঃ মদ্য বিরোধী নাগরিক কমিটি গড়ে বিশেষ করে এই এলাকার মহিলারা বেশ কিছুদিন ধরে  মদ্য বিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছে৷ মহিলারা মাঝে মাঝেই  দল বেঁধে  মদের ভাঁটির ওপর চড়াও হয়ে মদের ভাঁটি ভেঙ্গে দিচ্ছে৷

এসব কারণে এলাকার মদ ব্যবসায়ীরা ভীত হয়ে দল বেঁধে মদ্য বিরোধী নাগরিক  কমিটির  যুগ্ম সম্পাদিকা আঙ্গুর মণ্ডলের  বাড়ীতে সম্প্রতি হামলা চালায়  বলে অভিযোগ৷ তারা ওই নেত্রীর বাড়ীতে আগুন দেওয়ার চেষ্টা করে৷

নেত্রী আঙ্গুর মণ্ডলের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পড়ায় দুষৃকতকারীরা পালায়৷

মদ্যব্যবসায়ীদের এই হুমকিতে মহিলারা বিন্দুমাত্র ভীত নয় বলেই জানিয়েছেন৷ তাঁরা মদের ভাঁটি সম্পূর্ণ উৎখাত করতে সংকল্পবদ্ধ কারণ মদ খেয়ে এলাকার পুরুষরা  বাড়ীতে মেয়েদের ওপর অত্যাচার চালায়৷ যা আয় করে মদ খেয়েই তা শেষ করে দেয়৷ তা এই সর্বনাশা মদের নেশার বিরুদ্ধে  এলাকার মহিলারা জোর্টদ্ধ৷  তাঁদের  আশা, সর্বত্রই মহিলারা এভাবে জোট বাঁধুক৷