মেদিনীপুর আনন্দমার্গ স্কুলে নেতাজী জন্মদিবস উদ্যাপন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

মেদিনীপুর শহরে কেরাণীটোলায় অবস্থিত আনন্দমার্গ স্কুলে নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিবস পালন করা হয় নানাবিধ অনুষ্ঠানের মধ্য দিয়ে৷ প্রথমে নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান করেন বিদ্যালয়ের অধ্যক্ষ আচার্য নিত্যতীর্থানন্দ অবধূত৷ এরপরে একে একে ছাত্রছাত্রারা পুষ্পার্ঘ্য প্রদান করে নেতাজীকে শ্রদ্ধা জানায়৷ নেতাজীর জীবনাদর্শ সম্পর্কে সংক্ষেপে বলেন আচার্য প্রজ্ঞাবোধানন্দ অবধূত৷ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রাদের নিয়ে শুরু হয় নেতাজী বিষয়ে ক্যুইজ প্রতিযোগিতা৷ ছাত্রছাত্রাদের ৩০টি প্রশ্ণ করা হয়৷ সঠিক উত্তরদাতাদের পুরস্কার প্রদান করা হয়৷ সবশেষে শোভাযাত্রায় সামিল হয় বিদ্যালয়ের ছাত্রছাত্রা, শিক্ষক ও অভিভাবকগণ৷ শোভাযাত্রা নেতাজী নগরে নেতাজী মূর্ত্তির সামনে জমায়েত হয় ও নেতাজীর মূর্ত্তিতে মাল্যদান করেন আনন্দমার্গ স্কুলের  অধ্যক্ষ৷ এরপর নেতাজীর জীবন ও আদর্শ বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক বিশ্বদেব মুখার্জী৷