১৯৮১সালের ২৫ শে জানুয়ারি মেদিনীপুর শহরের কেরানীটোলায় অবস্থিত আনন্দ মার্গ জাগৃতিতে মার্গগুরু শ্রী শ্রী আনন্দমূর্ত্তিজী পদার্পণ করেছিলেন৷ সেই স্মরণীয় দিনটি নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্যাপন করা হয়৷ সুসজ্জিত মণ্ডপে সকাল ৯টা থেকে শুরু হয়ে ৬ ঘন্টা ব্যাপী’ ‘বাবা নাম কেবলম’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ বিকেল ৩টায় কীর্ত্তন শেষে ঈশ্বর প্রণিধান ও স্বাধ্যায় পাঠ করা হয়৷ মানবসমাজে মার্গগুরু শ্রী শ্রী আনন্দমূর্ত্তিজীর অবদান বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত ও অসিত কুমার দত্ত৷ মেদিনীপুর কলেজের রসায়ন বিভাগের প্রাক্তন অধ্যাপক শ্রী রবীন্দ্রনাথ দাস অনুষ্ঠানে পুরো সময় উপস্থিত ছিলেন ও বিভিন্ন বিষয়ের উপর মার্গগুরুর লেখা পুস্তক সম্ভার দেখে বিস্মিত হন৷ দুপুরে মিলিত আহারে অংশগ্রহণ করেন দ্বিশতাধিক আনন্দমার্গী ও আমন্ত্রিত অতিথি৷ বিকেল ৪টায় মেদিনীপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌরসভা পরিচালিত জনকল্যাণ ভবনে বসবাসকারী ৪০জন অসহায় মানুষ জনকে ফলমূল ও মিষ্টান্ন প্রদান করা হয়৷ এখানে ভুক্তিপ্রধান শুভাশীষ সাহুর ব্যবস্থাপনায় সদাব্রত অনুষ্ঠানটি সুন্দরভাবে করা হয়৷ অসিত দত্ত, রঞ্জিত ঘোষ, দিলীপ পাল, রাজু মান্না, সৌমিত্র পাল, শরৎচন্দ্র পতি প্রমুখ উপস্থিত ছিলেন৷ মার্গগুরুর পদার্পণ দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করতে আশিস মণ্ডল, অসীম কুমার পাল, মনোরঞ্জন মণ্ডল ,সুকেশ পলমল, দিলীপ পাল, শুভাশীষ সাহু,সুব্রত মাইতি প্রমুখ সক্রিয় ভূমিকা নেন৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়