মেঘালয়ে বাঙালী নির্যাতনের প্রতিবাদে আমরা বাঙালী

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

শিলংয়ে বাঙালী জনগোষ্ঠীর ওপর আক্রমণ ও হুমকীর তীব্র নিন্দা করেন আমরা বাঙালীর কেন্দ্রীয় কমিটির সচিব শ্রী বকুল রায়৷ তিনি বলেন---এই ভাবে বাঙালীদের ওপর রাজ্যে রাজ্যে নির্যাতন ও সেখানকার প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকা আমরা বাঙালী আর সহ্য করবে না৷ তিনি বলেন অবিলম্বে মেঘালয়ের শিলঙে বাঙালী নির্যাতন বন্ধ না হলে আমরা বাঙালী উত্তরবঙ্গ অবরোধ করে রাখবে৷ প্রয়োজনে উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে পশ্চিমবঙ্গের সব রকম যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে৷ উত্তর-পূর্বাঞ্চলের উপজাতি জনগোষ্টীর স্মরণ  রাখা দরকার বাঙালীরা কারো ভূমি দখল করে বসে নেই বরং ওইসব উপজাতি জনগেষ্ঠী বহির্ভারত থেকে এসে বাঙলার অংশ দখল করে বসেছে৷ আমরা বাঙালী পশ্চিমবাঙলার প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে যুক্ত বাঙলার অংশ অবিলম্বে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত করে বৃহত্তম বাঙালীস্তান রাজ্য গঠনের দাবী জানাচ্ছে৷ প্রয়োজনে কেন্দ্রীয় সরকারকে নতুন করে রাজ্যগুলির সীমানা নির্ধারণ করতে হবে৷ সংবিধানে সেই ধারা আছে৷ তাই এটা আমরা বাঙালীর অসাংবিধানিক দাবী নয়৷

আগামী ৬ই মার্চ মেঘালয়ে বাঙালী নির্যাতনের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল ই.এম.বাইপাস রুবি হাসপাতালের সামনে থেকে বের হয়ে কসবা মেঘালয় ভবন পর্যন্ত যাবে৷ সেখানে মেঘালয় ভবনে স্মারকলিপি জমা দেওয়া হবে ও একটি বিক্ষোভ সভাও করা হবে৷ রুবি মোড় থেকে মিছিল দুপুর ২-টয়ে শুরু হবে৷